যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে কক্সবাজারের মুখোমুখি হবে আজ চট্টগ্রাম। এটি চট্টগ্রামের হোম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে নিরপেক্ষ ভেন্যু বান্দরবানে কক্সবাজারের বিপক্ষে ড্র করে এসেছে চট্টগ্রাম। বান্দরবান জেলা স্টেডিয়ামে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। একাধিক সহজ সুযোগ মিস করা চট্টগ্রাম প্রথমে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল খেয়ে বসে। আর তাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে হয় বান্দরবান থেকে। আজ ফিরতি ম্যাচ। নিজেদের মাঠে হোম ম্যাচে খেলতে নামবে চট্টগ্রাম। আজকের ম্যাচে জিততে পারলে চূড়ান্ত পর্বে উন্নীত হবে চট্টগ্রাম। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারালেও নিজেদের মাঠে পুরো পয়েন্ট তুলে নিতে চায়। গতকাল বিকেলেও অনুশীলন করেছে চট্টগ্রাম। লক্ষ্য একটাই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। আগের ম্যাচে সুযোগ নষ্ট করা নিয়ে এই কয় দিনে কাজ করেছেন দলের কোচ। আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে নতুন উদ্যমে মাঠে নামতে চায় চট্টগ্রাম। প্রতিপক্ষ কক্সবাজার দল সম্পর্কে ধারনা পেয়ে গেছে চট্টগ্রাম। প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা বুঝে একাদশ সাজাতে চায় কোচ। দলের সবাই সুস্থ রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়। এই ম্যাচের জন্য টিকেট রাখা হয়েছে। গ্যালারীতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২০ টাকা। আর প্যাভেলিয়নের টিকেটের দাম রাখা হয়েছে ৫০ টাকা।
উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে শুরু হয়েছে। ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২টি হোম ম্যাচ ও ৩২টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করছে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এর খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনালের ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।