আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের মেয়েরা হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাইছেন। অনুশীলনে দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন।
মিরপুর উইকেটে বৈচিত্রের শেষ নেই। এমন উইকেটে তাই স্বাগতিক বাংলাদেশকে কখনো কখনো নাস্তানাবুদ হতে হয়। কিছুটা স্লো এবং লো উইকেটে ব্যাটারদের রীতিমতো লড়াই করতে হয়। তার পরেও হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ফাহিমা।