চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ঈদ শপিং ফেস্ট। তিনদিনব্যাপী এ শপিং আজ শেষ হবে। গতকাল শুক্রবার এ শপিং ফেস্টে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি স্টলে মানুষের ভিড়। বেচাকেনাও চলছে। বেশিরভাগ নারীদের পণ্যে সাজানো হয়েছে স্টলগুলো। মেয়েদের নানা ডিজাইনের পোশাক, গহনাসহ পুরুষের পাঞ্জাবিও রয়েছে। ফেস্টে হোম এন্ড বেয়ন্ড স্টলে মানুষের ভিড় দেখা গেছে। এর প্রতিষ্ঠাতা সাবাবা সাত্তার সাবীন বলেন, মানুষ আসছে, দেখছে। বিক্রি হচ্ছে। শেষদিন আশা করি আরও ভালো বিক্রি হবে।
আধুনিক মানুষ মানে ফ্যাশন সচেতন। তাই নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এই এঙিবিশনে। এই এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৬০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।
এম অ্যান্ড এম বিজনেসের সিইও মানজুমা মোর্শেদ বলেন, চট্টগ্রামের ঈদ মানে নানা আয়োজন। মানুষের ব্যস্ত জীবনযাপন, প্রচণ্ড গরম ও জনবহুল বাজারের ভিড়ের কারণে ঈদের কেনাকাটা অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান হিসেবে, এক ছাদের নিচে সব ধরনের পণ্য ও সেবা নিয়ে তিনদিনব্যাপী এই গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এখানে থাকবে নানা রকমের বিশেষ কালেকশন, যা কিনতে আসা ক্রেতাদের সুবিধা ও আনন্দ নিশ্চিত করবে। এই এক্সিবিশন আজ সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।