হোমিও দোকানে ডেকে নিয়ে শিশুকে নিপীড়নের অভিযোগ কথিত চিকিৎসক আটক

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে একটি হোমিও দোকানে ডেকে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত চিকিৎসক মো. মিজানুর হক ক্বারীকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈন্যরটেক এলাকার গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযুক্ত মো. মিজানুর হক ক্বারী (৫৫) বাঁশখালীর বাসিন্দা হলেও বর্তমানে চরপাথরঘাটা এলাকায় বসবাস করেন। তিনি ঘটনাস্থল গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকের পরিচালক এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পিতার অভিযোগ, সকালে তার মেয়ে ছোট ভাইকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে তার চেম্বারে নিয়ে যান। পরে মেয়েটি বাসায় ফিরে ঘটনা জানালে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। শিশুটির পিতা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগ পাওয়ার পর বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকারাফটকে শেষবার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগের সাদ্দাম
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে বিজয়ী করতে দাঁড়িপাল্লায় ভোট দিন