বেনাপোল বন্দর দিয়ে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলে শত কোটি টাকার অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আমদানি করেছে দ্য হোমিও ওয়ার্ল্ড চট্টগ্রাম নামের একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে পণ্যের চালানটি জব্দ করেছেন বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক কর্মকর্তারা। গত বৃহস্পতিবার চালানটি জব্দ করা হয়।
যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন।
বেনাপোল কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, দ্য হোমিও ওয়ার্ল্ড চট্টগ্রাম নামের আমদানিকারক প্রতিষ্ঠান গত ২৮ জুলাই ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই হাজার ২০০ প্যাকেজের ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন আমদানির ঘোষণা দিয়েছিল।
চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৪ নম্বর শেডে রক্ষিত ছিল। এতদিন তারা পণ্যের খালাস নেয়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চালানটিতে অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আছে।
পরে যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চালানটি আটক করে খালাস স্থগিত করে দেওয়া হয়। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার অর্থাৎ ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখালেও এতে ১০০ কোটি টাকার বেশি অ্যালকোহলযুক্ত স্পিরিট রয়েছে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, ‘আমদানিকৃত কোনও পণ্যে অনিয়ম পেলে তা আটকে দেওয়া হয়। দ্য হোমিও ওয়ার্ল্ড হোমিও মেডিসিন ঘোষণা দিয়ে অ্যালকোহলযুক্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিট আমদানি করেছে। এর মধ্যে আমদানি নিষিদ্ধ ৯০ শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। যে কারণে আটক করা হয়েছে। আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’