হোমিওপ্যাথিক একাডেমির পুরস্কার বিতরণ ও সভা

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও নাটক এবং ‘শুধু মুখে নয়, বুকেও থাকুক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা গত ৩১ আগস্ট চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক সরকার প্রতিনিধি সদস্য অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল। অনিন্দিতা চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শ্রাবণী চক্রবর্ত্তী, পায়েল চক্রবর্ত্তী প্রমুখ। ডা. দুলাল কান্তি চৌধুরীর রচনায় ও পরিচালনায় অনুষ্ঠিত হয় নাটক ‘ঠিকানা’। তিন গ্রুপে বিভক্ত রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান অধিকার করেন দেবশ্রী দাশ, ২য় স্থান অনিদ্রা দাশ ও ৩য় স্থান সুমাইয়া আক্তার, ‘খ’ গ্রুপে ১ম স্থান রিপা দাশ, ২য় স্থান দেবস্মিতা চৌধুরী, ৩য় স্থান সুমাইয়া জাহান জুনাইন এবং ‘গ’ গ্রুপে ১ম স্থান মোছাম্মত. ইসা আলম, ২য় স্থান আয়শা আক্তার, ৩য় স্থান সেজুতি দাশ। নাটকে ১ম স্থান ঐন্দ্রিলা দাশ, ২য় স্থান অস্মি দাশ, ৩য় স্থান দেবদাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন, রেশমী দাশ ও সুরজিত চৌধুরী। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ইন্টারনেট আসক্তি’ কমাতে নতুন গাইডলাইন চীনের
পরবর্তী নিবন্ধফ্রি চিকিৎসা ও সুন্নতে খতনা সেবা পেল ২ শতাধিক দরিদ্র মানুষ