হোটেল ‘লালদীঘি’ থেকে ৪ নারীসহ গ্রেপ্তার ৮

অসামাজিক কার্যকলাপ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল ‘লালদীঘি’ থেকে ৪ নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত সোমবার (২৪ জুলাই) রাত ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক মো. আরমান হোসেন জানান, লালদীঘি এলাকার হোটেল লালদীঘিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কোতোয়ালী থানার আমতল এলাকার হোটেল সাফিনা ও ফলমন্ডি এলাকার হোটেল সিলভার ইনে অভিযান চালিয়ে ৬ নারীপুরুষকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয় সিএমপির কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবীর।

পূর্ববর্তী নিবন্ধমৃণাল সেনের জন্মশতবর্ষের অনুষ্ঠান ২৮ ও ২৯ জুলাই
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন