‘হোটেল নিরিবিলি’

| বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

নাসির গ্রামের ছেলে। সে চাকরির খোঁজে ঢাকা আসে। কিন্তু তার চাকরি হয় না। এবং সে মায়ের মন ভেঙে যাওয়ার ভয়ে গ্রামেও ফিরে যায় না। তখন সে একটা হোটেলে অনুরোধ করে চাকরি নেয়। এদিকে হোটেলে রান্নার কাজ করতো রানু। তার সাথে নাসিরের সম্পর্ক হয়। রানু নাসিরকে ট্র্যাপে ফেলে বিয়ে করে। নাসির প্রথমে না মানলেও পরে রানুকে স্ত্রীর মর্যাদা দেয়। কিন্তু পরে দেখা যায় তাদের বিয়ের আগে থেকেই রানু গর্ভবতী! এমনই এক জটিল গল্প নিয়ে নির্মিত হলো অন্তর্জাল সিনেমা ‘হোটেল নিরিবিলি’।
এতে নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং রানু চরিত্রে শবনম ফারিয়া। এটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। হৃদয় জানান, ছবিটির গল্পে অনেক লেয়ার আছে। যেখানে নাসির ও রানুর সম্পর্কের বাইরেও উঠে এসেছে অস্ত্র ও রাজনীতির নির্মমতা। আশা করছি দর্শকরা থ্রিলার ঘরানার এই ছবিটি উপভোগ করবেন। ছবিটি প্রচার হচ্ছে ১৪ জুলাই আরটিভিতে বেলা ২টা ১০ মিনিট থেকে।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ। গত ঈদুল ফিতরে সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি’র পরিচালনায় নির্মিত হয় দীর্ঘ নাটক ‘ব্যাড বাজ’। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সফলতা পান পরিচালক ও প্রযোজক। সেই সফলতাকে উপজীব্য করে এবারের ঈদুল আজহায় কাজল আরেফিন অমি নির্মাণ করেন ‘গুডবাজ’।
গত ১২ জুলাই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘গুডবাজ’। প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ঘণ্টায় নাটকটিন দেখেছে ৩০ লাখের বেশি দর্শক। ইউটিউব ট্রেন্ডিং ২-তে রয়েছে নাটকটি। এবারের নাটকে যেমন ছিল গল্পের ভিন্নতা, তেমনি পলাকেশন আর পাত্র-পাত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক। তিনি জানালেন, আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন পদওয়া। পসই পচষ্টাই করেছি আমরা। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সব দর্শকের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধএখনও তাহসানে মুগ্ধ শ্রাবন্তী!
পরবর্তী নিবন্ধআরিয়ানকে পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ আদালতের