হোটেল কক্ষে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল কক্ষ থেকে কুমিল্লার এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফখরুল ইসলাম (২৭)। সে কুমিল্লা লাকসামের কুষ্ণপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা শহরের সাঙ্গু ব্রিজের পাশে একটি আবাসিক হোটেলের ২০২ নম্বর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ব্যবসায়ী ফখরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি তার নিজ বাসা কুমিল্লা থেকে গাছের ব্যবসা করার উদ্দেশ্যে বান্দরবানে আসেন। গত ১৫ দিন যাবত বান্দরবান অবস্থান করেন। শুক্রবারের পর কক্ষ থেকে বের না হওয়ায় তালা ভেঙে ভেতরে ঢুকলে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহে শনাক্তের সংখ্যা বেড়েছে ৬৭.২৭% মৃত্যু বাড়ল ৪৯ শতাংশ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার তাগিদ বিশেষজ্ঞদের