বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাট ও গুনাগরীতে মোবাইল কোর্টে দুটি হোটেল ও দুটি মুদির দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, সেনেটারী ইন্সেপেক্টর জহর লাল পাল ও থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জানা যায়, বাঁশখালীর বিভিন্নস্থানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বেকারিতে খাবার তৈরির অভিযোগের ভিত্তিতে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান অভিযানে নামে। তাতে কালীপুর ইউনিয়নের গুনাগুরীতে রামদাস মুন্সির হাটে মুদির দোকানে পলিথিন রাখার দায়ে দুটি দোকানকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬/ক ধারা মতে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায় ২০১৪ এর ৭ ও ১৯ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা মতে জয়প্রিয় হোটেলকে ৫ হাজার টাকা এবং রাজকুঠির হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ সময় দৈনিক আজাদীকে বলেন এ অভিযান অব্যাহত থাকবে যাতে করে সাধারণ মানুষ নিরাপদ খাদ্য সামগ্রী পায়। তিনি স্বাস্থ্য সম্মত পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও অবৈধ পলিথিন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।