হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হোটেল ব্যবসার প্রতিকৃত মরহুম সবদার আলীর ৫১তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হোটেলের ফ্রন্ট গেইটে মরহুমের স্মরণে স্মারক ব্যানার উন্মোচন করা হয়েছে এবং বাদে আছর ইছামতি হলে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, খতমে কোরআন, দোয়া ও স্মরণ সভা। একজন সেরা কর্মচারীকে সবদার আলী সম্মাননা প্রদান করা হয়েছে। উক্ত সম্মাননা প্রদান করেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী। আজ শুক্রবার বাদে জুমা সুবিধা বঞ্চিতদের খাবার বিতরণ এবং কাল শনিবার মরহুমের কবর জেয়ারত ও কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সহযোগিদের জন্য দুপুরের খাবারের আয়োজন হবে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।












