রেহেনা আকতার (৩৫) ও সোনা মিয়া (৪১)। তাদের বাড়ি কক্সবাজার। তারা মাজহারুল ইসলাম (৪৯) নামে এক সহযোগীকে নিয়ে নগরীতে হোটেল বুকিং দিয়ে ইয়াবা ব্যবসা করতেন। গত শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর লালদীঘি পশ্চিম পাড়ের হোটেল লালদীঘি থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রোববার তাদের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি কক্সবাজারে টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল লালদীঘিতে অভিযান চালিয়ে হোটেল বুকিংয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রেহেনা আকতারের ভ্যানিটি ব্যাগ থেকে ৮৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সোনা মিয়া হলেন রেহেনা আকতারের স্বামী। তারা কঙবাজার থেকে ইয়াবা এনে নগরীর হোটেলে অবস্থান করে সরবরাহ দিতেন।