নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকা রুপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৪ নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন মেয়ে ও ৩ জন পুরুষ রয়েছে।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এসআই (নি.) ইমাম হোসেন নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারদেরকে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।