হোটেলের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

উখিয়ার ইনানীতে রয়েল টিউলিপ সি-পার্ল হোটেলের সুইমিংপুলের পানিতে ডুবে এক পর্যটক শিশুর অকাল মৃত্যু ঘটেছে। মরিয়ম চৌধুরী (৭) নামে এ শিশু মায়ের সাথে গতকাল শুক্রবার এ তারকা হোটেলে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার মরিয়মের মরদেহ উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে উঠে। বিকেলে তারা সুইমিংপুলে গোসল করতে নামে। একপর্যায়ে মরিয়মের দেহ পানিতে ভেসে উঠে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকার-বাইক সংঘর্ষ প্রাণ গেল একজনের
পরবর্তী নিবন্ধঅজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ, ১০ দিন পর মৃত্যু