হোটেলেই কাটল ক্রিকেটারদের দিন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম উৎসব মুখর থাকলেও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা হোটেলেই কাটিয়েছে সারাদিন। নির্বাচনের কারনে গতকাল কোন অনুশীলন ছিলনা ক্রিকেটারদের। ফলে সারাদিন হোটেলেই কেটেছে ক্রিকেটারদের। যেহেতু করোনার কারণে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছে সেহেতু ক্রিকেটারদের হোটেলের বাইরে যাওয়ার কোন সুযোগ ছিলনা। শুধু তাই নয় ক্রিকেটারদের সাথে বাইরের কারো দেখা করারও সুযোগ নেই। ফলে কেউ হোটেলের নিজ কক্ষে, কেউবা জিমে আবার কেউবা সুইমিং করে দিন পার করেছে। এরই মধ্যে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ। আগামী ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আর সে জন্য টেস্ট দলের সদস্যরা এখন চট্টগ্রামে। পাশাপাশি আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। সে দলের সদস্যরাও এখন হোটেলের জৈব সুরক্ষা বলয়ে। তারাও হোটেলেই কাটিয়েছে গতকালের দিনটি। আজ সকাল সাড়ে দশটা থেকে বাংলাদেশ দল অনুশীলন করবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। অপরদিকে ওয়েস্ট দল অনুশীলন করবে দুপুর দেড়টা থেকে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সাকিব-তামিম মাশরাফি