হোছনে আরা মনজুর বিদ্যানিকেতনের বর্ষপূর্তি ও বস্ত্র বিতরণ

| সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ১০:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা ১নং মেরং ইউনিয়নের সীমানাপাড়ায় হোছনে আরা মনজুর বিদ্যানিকেতন ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনলাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. বাদশা আলম। বক্তব্য রাখেন মাধুরিকা ত্রিপুরা, সজিব ত্রিপুরা, কানু ত্রিপুরা, মানন্দ্র ত্রিপুরা প্রমুখ।

এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, সাবেক মেয়র এম. মনজুর আলম শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছেন। তাঁর নির্দশন পাহাড়ি জেলার খাগড়াছড়ির দীঘিনালায় দৃশ্যমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিজভীসহ বিএনপির ১৪৬ নেতাকর্মীর জামিন মেলেনি
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে