সরকার আয়োজিত ‘প্রাণি সম্পাদ প্রদর্শনী–২০২৩’ এ অংশ নিয়ে সীতাকুণ্ড উপজেলায় ‘স্মল’ এ্যানিমেল কোটায় প্রথম স্থান অর্জন করেছে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের হোছনে আরা মনজুর ডেইরী এন্ড এগ্রো। গত ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড সদরে অনুষ্ঠিত প্রাণি সম্পদ প্রদর্শনীতে অংশ নেয়া হোছনে আরা মনজুর ডেইরী এন্ড এগ্রোকে প্রথম পুরস্কারের সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।