আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় গত ২১ নভেম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন।
এ কর্মসূচিতে ১০টি স্প্রে মেশিন সহ ২০ জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত আছেন। ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর মশাবাহিত ডেঙ্গুজ্বর সহ নানা অসুখ বিসুখ থেকে রক্ষার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় আলহাজ্ব শফিউল আলম চৌধুরী, লোকমান আলী, তসলিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।