চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের প্রতিষ্ঠিত আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (সা.) উদ্যাপন এবং মানবিক সহায়তা কার্যক্রম গতকাল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার হযরত তৈয়ব শাহ্ (র.) জামে মসজিদে বাদ জুমা ঈদ–এ মিলাদুন্নবী (সা.) এর উদ্যাপন উপলক্ষে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত আয়োজিত হয়। পরে এইচ এম ভবন অডিটরিয়ামে ২০০০ অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে অর্থ ও তৈরি খাদ্য প্রদান করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, আল্লাহ রাসুলের দুনিয়ায় আগমনে অন্ধকার ও কুসংস্কার দূরীভূত হয়েছে। নবীজীর নুরের রশ্মিতে আলোকিত হয়েছে দুনিয়া। নবীজী (সা.) মানব জাতির মুক্তির দূত ও মানব জাতির রহমতস্বরূপ। মনজুর আলম সুন্নিয়তের পতাকা সর্বত্র উড্ডীন রাখার জন্য সুন্নি আলেমদের ভূমিকা রাখার আহ্বান জানান।
মিলাদ ও মোনাজাত শেষে অস্বচ্ছল মানুষদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। আলোচনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক নেছার আহমদ, লোকমান আলী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সারহান আব্দুল্লাহ মনজুর আলম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হয়রত মাওলানা সৈয়দ ইউনুস রজভী। প্রেস বিজ্ঞপ্তি।