হে বিজয়

জাহিন আহমেদ | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

হে বিজয় দিবস

তুমি আবারে এলে, কত রক্ত ঝরিয়ে

মা বাবার স্বজনের অশ্রু ঝরিয়ে

সবুজের মাঝে লাল সূর্যের রক্ত ঝরিয়ে

শিমুল আর কৃষ্ণচুড়ার লাল রঙ্গে

রাঙ্গিয়ে দিয়ে এলে, বাংলার দেয়ালে দেয়ালে

হে বিজয়, তোমাকে আবারো সালাম

সন্তান হারা বাবা মা ভাই বোন

আত্নীয় স্বজন হারা সবার বুকের ভালোবাসা নিয়ে

তুমি আবারো এলে, বাংলার বুকে

পদ্মা, মেঘনা, যমুনা

টেকনাফ থেকে তেতুলিয়া

সিলেট থেকে ঢাকা, চট্টগ্রাম

সুন্দরবন থেকে সাজেক শিউলি ফোটার ভোরে

পদ্মফুল ফুটে এলে আমাদের সবার জীবনে।

তাই, আমি কি তোমাকে ভুলিতে পারি।

তুমি এলে শান্তির পায়রা হয়ে

তুমি এলে বাংলার ঘুঘু, শালিক, বক পাখির সবার মাঝে

বাংলার নতুন দিনের সূর্যের আলোতে

তুমি এলে শহীদ মিনারের ফুলের আলিঙ্গনে।

হে বিজয়, তুমি এলে নতুন প্রজন্মের

নতুন জীবন হয়ে আলোতে আলোতে ভরিয়ে দিয়ে।

হে বিজয়, তুমি এলে হাসনা হেনা, রজনীগন্ধা

আর লিলি ফুলের ঘ্রাণ হয়ে

বিদায় আত্নার প্রাণে।

হে বিজয়, আসো তুমি বাংলার প্রতিটি মানুষের জীবনে

আসো তুমি শান্তির প্রতীক হয়ে।

হে বিজয়, বাংলার বুকে ধান সিঁড়ি হয়ে,

পাখিদের কোলাহলে,

বাংলার প্রতিটি মানুষের জীবনে।

আসো তুমি শান্তি আর ভালোবাসার প্রতীক হয়ে,

জন্ম থেকে জন্মান্তরে,

আমি তোমাকে ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধপরাজয়ের ইতিহাস
পরবর্তী নিবন্ধদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে