হে নবীন, জীর্ণতার খোলস দু‘হাতে ছিন্ন করে,
রবির প্রখর উত্তাপ হয়ে, সব বাধা বিদীর্ণ করে,
ভাঙনের সুরে নয়, সৃষ্টির প্রতিভায়,
বাংলাকে সমৃদ্ধ করো বিকশিত মহিমায়;
এগিয়ে যাও সত্যের পথে, সাহসিকতায়!
ঘুনে ধরেছে সমাজ, সভ্যতায়;
বেসামাল আঙ্গিকে হতশ্রী, বাংলার সুকোমল, শান্ত পরিবেশে,
ধ্বনিত হয় বিকৃত রূপের প্রকাশ
তোমাদের একনিষ্ঠ শ্রম ও মেধায়, অন্ধকারের তমসায়,
মেতে উঠুক আলোয়, আলোয়;
নতুন-পুরাতনের শ্রমে সৃজিত সমাজ,
সাম্যের জয়গানে মুখরিত হোক আজ;
সুন্দরের স্বপ্নে, কষ্টে-লব্ধ স্বাধীন বাংলার রূপ-ময়তা,
তোমাদের সততা ও নিষ্ঠায়
মেতে উঠুক প্রাণের প্রমত্ততায়।
দুর্বৃত্তায়নের বিষাক্ত আঁচড়ে ক্ষতের চিহ্ন
সমাজের রন্ধ্রে রন্ধ্রে;
অদম্য পিপাসায় ক্লান্তি নামুক,
জেগে উঠুক সাম্যের মন্ত্রে।