যেকোনো ইতিহাস সমাজ, দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। ইতিহাস ছাড়া কোনো দেশ বা জাতি এগুতে পারে না। বর্তমানে ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। প্রথম আপনি বা আমি নিজ নিজ পাড়ার ইতিহাস সংগ্রহ করে প্রত্যেকের হাতে তুলে দিলে প্রজন্ম অনুপ্রাণিত হবে, সমাজ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। উত্তর চান্দগাঁও বণিকপাড়া একটি সমৃদ্ধশালী এলাকা। এই এলাকায় দু’জন মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছে। পনের জনকে পাকবাহিনী গুলি করে হত্যা করে। সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে এ এলাকা অত্যন্ত সমৃদ্ধ। কুয়াইশ চান্দগাঁও এলাকার একমাত্র ত্রিশ বছরের ইতিহাসকে নিয়ে ‘হে অতীত কথা কও’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত দেওয়ানজী উপরোক্ত বক্তব্য রাখেন।
ডা. মনোতোষ ধরের সভাপতিত্বে ও অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় রতন চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি সাধন চন্দ্র ধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিন ঘোষ, আশীষ ঘোষ, বিদ্যুৎ আচার্য, মিলন ধর, ধনরঞ্জন বণিক, সত্যব্রত দেওয়ানজী, শিমুল ধর, বিজন ধর প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন যে, এই বইয়ের আলোচনা সভার ব্যবস্থা করা হলে এলাকা আরো উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।