‘হেল্প, হেল্প’ বলে চিৎকার, কাছে যেতেই শিক্ষককে স্কুলছাত্রীর ছুরিকাঘাত

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

রাজশাহী নগরে এক শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ছাত্রীর বিরুদ্ধে। দুই বছর আগের পুরনো ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে বলে ভাষ্য পুলিশের। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে নগরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ।

আহত শিক্ষক মারুফ কারখী (৩৪) ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (বাংলা)। তিনি রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। তার গলা ও হাতে তিনটি সেলাই পড়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ওই ছাত্রীকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। খবর বিডিনিউজের।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এক কর্মকর্তা বলেন, টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। শুধু মারুফের প্রতি নয়, পুরো প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি তার রাগ ছিল। দুপুরে রাস্তায় শিক্ষক মারুফের মুখোমুখি হলে সে হামলা চালায়। তিনি বলেন, স্কুল ছুটির পর শিক্ষক মারুফ স্কুটিতে করে বাসায় ফিরছিলেন। এ সময় ওই ছাত্রী ‘হেল্প, হেল্প’ বলে চিৎকার করে। শিক্ষক কাছে যেতেই তার গলায় ছুরি চালায় সে। হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে আহত হন মারুফ। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে আটক করে স্কুলে খবর দেন। ঘটনার পর অভিভাবকের কাছে ওই ছাত্রীকে হস্তান্তর করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে তারা কোনও আইনি ব্যবস্থা নেননি।

ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলেও স্কুল কর্তৃপক্ষ ভেতরে ঢুকতে দেয়নি। পুরনো ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে বলে শোনা গেছে। তারা বিষয়টি নিজেরাই সমাধান করবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসেলাই কাজে স্বাবলম্বী খালেদা বেগম, অনুপ্রেরণা দিচ্ছেন প্রতিবেশিদেরও
পরবর্তী নিবন্ধএকযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি