হেলে পড়া ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভেঙে ফেলা হচ্ছে

পটিয়ায় অভিযান

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পটিয়ার পৌর সদরে প্রবাসীর হেলে পড়া ছয় তলা ভবনের উপরের দ্বিতল পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইনামুল হাছানের উপস্থিতিতে পৌর কর্তৃপক্ষ উক্ত ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙ্গার কাজ শুরু করে। এরআগে ভবনের মালিককে পৌর কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে সতর্ক করে। ভবন মালিক নিজ উদ্যোগে ভবনের ঝুঁকিপূর্ণ অংশ না ভাঙায় পৌর কর্তৃপক্ষ ভাঙতে হল। ৫ বছর আগে উক্ত ভবন পাইলিং না করেই নির্মাণ করা হয়। ভবনের পাশে রয়েছে পুকুর।
জানা গেছে, হেলে পড়ার আগে ওই ভবনে ভাড়াটিয়া থাকতেন। এরমধ্যে ভবনটি হেলে পড়ে। বিষয়টি পাশের ভবনের পক্ষ থেকে পৌরসভায় জানানো হয়। পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার জানান, ভবন মালিককে চিঠি দিয়ে সর্তক করলেও তারা অবহেলা করে। এজন্য ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ভবনের ঝুঁকিপুর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব কক্সবাজার
পরবর্তী নিবন্ধপ্রশাসনের মদদ পাচ্ছে সরকারি দলের প্রার্থীরা : জিএম কাদের