হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর নয় জন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ময়দান ওয়ারদাক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। এতে যানটির ক্রু সদস্য ও আরোহী স্পেশাল ফোর্সের সদস্যদের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তারা তা তদন্ত করে দেখছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বিমান বাহিনীর একটি সূত্র ও ময়দান ওয়ারদাক প্রদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উড্ডয়নকালে একটি রকেটের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারা রকেটটি ছুড়েছিল তা পরিষ্কার হয়নি এবং কোনো গোষ্ঠী এর দায়ও স্বীকার করেনি।
বিমান বাহিনীর সূত্রটি রয়টার্সকে বলেছে, হেলিকপ্টারটি সরবরাহ মিশনে ছিল এবং ঘটনার সময় এটি সামরিক বাহিনীর নিহত একজন সেনার মৃতদেহ ও আহত সদস্যদের বহন করে নিয়ে যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের এক ঘটনায় একটি সরকারি বাসের তিন আরোহী নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে খাদ্য ও জ্বালানি সংকট
পরবর্তী নিবন্ধতানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু