চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তিনি দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। মঙ্গলবার চিলির দক্ষিণাঞ্চলে পিনেরাকে (৭৪) বহনকারী হেলিকপ্টারটি একটি হ্রদে পড়ে ডুবে যায়। এ সময় তার সঙ্গে আরও তিনজন ছিলেন। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন জীবিত আছেন। খবর বিডিনিউজের।
পিনেরা নিজেই হেলিকপ্টারটি চালাচ্ছিলেন। কিন্তু চিলির কর্মকর্তারা তা নিশ্চিত করেননি, হেলিকপ্টারটির গন্তব্য কোথায় ছিল তাও জানাননি তারা। প্রায়ই চিলির দক্ষিণাঞ্চলের মনোরম হ্রদ এলাকাগুলোতে গ্রীষ্মকালগুলো কাটাতেন পিনেরা। অধিকাংশ সময় নিজের মালিকানাধীন হেলিকপ্টার নিজেই চালাতেন।