হেলিকপ্টারে নয় বিমানে যশোর হয়ে মাগুরায় সাকিব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৫৫ পূর্বাহ্ণ

চারিদিকে ঈদের খুশির ফোয়ারা বইতে শুরু করেছে। আপনজনের সঙ্গে ঈদ করতে সবাই ছুটছেন নিজ নিজ আলয়ে। ক্রিকেটাররাও এর বাইরে নেই। বাংলাদেশ জাতীয় দলে শীর্ষ তারকাদের প্রায় সবাই পরিবারের সঙ্গে ঈদ করবেন। জাতীয় দলের বাইরের প্রতিষ্ঠিত ক্রিকেটার, উঠতি তারকা ও সম্ভাবনাময় তরুণদের বেশিরভাগই ঢাকার বাইরে নিজ নিজ গন্তব্যে হয় পাড়ি জমিয়েছেন না হয় যাচ্ছেন।

অনেকেই আগেই যার যার নিজ শহর বা গ্রামে বাবামা, ভাইবোনের সাথে ঈদ করতে রাজধানী ছেড়ে চলে গেছেন। মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার গত বুধবারই ঢাকা ছেড়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে গেছেন। দেশের সেরা তারকা সাকিব আল হাসানও এবার যুক্তরাষ্ট্রে স্ত্রীসন্তানের সঙ্গে নয়, পিতামাতার সান্নিধ্যে মাগুরায় নিজ বাড়িতে ঈদ করতে যাচ্ছেন। ইদানীং তিনি প্রায়ই হেলিকপ্টারে চড়ে এদিকওদিক যান।

তাই ধারণা করা হচ্ছিল সাকিব বুঝি হেলিকপ্টারে করে ঢাকা থেকে মাগুরা যাবেন। কিন্তু না। সাকিবের খুব ঘনিষ্ট সূত্র জানিয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার ফ্লাইটে যশোর হয়ে তারপর বাইরোডে প্রাইভেট কারে মাগুরায় নিজ বাড়িতে গেছেন সাকিব।

পরিবারের সঙ্গে ঈদ করে জাতীয় ওয়ানডে দলের সব ক্রিকেটারের গন্তব্য হবে সিলেট। আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবার আগে সিলেটে আগামী ২৬ এপ্রিল সন্ধ্যার মধ্যে গিয়ে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। জানা গেছে আগামী ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন দিনের নিবিড় অনুশীলন হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই দিন প্র্যাকটিস শেষে জাতীয় দলের সব ক্রিকেটার ঢাকা চলে আসবেন। কারণ তার পর দিন মানে ৩০ এপ্রিল মধ্য রাতে লন্ডন যাত্রা করবে জাতীয় ওয়ানডে দল।

পূর্ববর্তী নিবন্ধঅশ্লীল অঙ্গভঙ্গি করায় সৌদি আরব থেকে বের করে দেয়া হতে পারে রোনালদোকে
পরবর্তী নিবন্ধঅভিষেকে হতাশ করলেন লিটন