সহিংসতা কবলিত নেপাল থেকে আসা একটি ভিডিওতে দেখা গেছে দেশটির মন্ত্রীরা ও পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের দড়ি আকড়ে ধরে ঝুলতে ঝুলতে পালাচ্ছেন।
সেদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার কিছু মন্ত্রী ও তাদের পরিবারকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক বাহিনীর হেলিকপ্টার কয়েকজন কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তারা হেলিকপ্টারের দড়ি আকড়ে শূন্যে বিপজ্জনকভাবে ঝুলতে ঝুলতে কাঠমাণ্ডুর এক হোটেলের উপর দিয়ে উড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও তারা নেপালের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং ওই হেলিকপ্টারে তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিডিনিউজের।