লক্ষ্মীছড়ি উপজেলায় হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জামাদি ও জনবল পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এসব পাঠানো হয়। কেন্দ্রগুলো হলো উপজেলার ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১২১ জন। এদিকে দীঘিনালার নাড়াইছড়ির ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা বাতিল হয়। আজ শনিবার এই কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম পাঠানো হবে। গতকাল ব্যালট বাক্সসহ প্রয়োজনী নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয় দুই কেন্দ্রে। একইসাথে ২ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৪ জন পুলিং অফিসার, ৫ জন পুলিশ, ১২ জন আনসারসহ মোট ২৪ জন করে ৪৮ জন জনবল পাঠানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।