হেলমেটবিহীন বাইকে চড়ার খেসারত

প্রাণ গেল যুবকের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

তিন বন্ধু, কাজী আল মামুন, মিন্টু ও সোহাগ হাজারী এক বাইকে চড়েই বায়েজিদ থেকে হালিশহর বড় হুজুরের মাজার জেয়ারতের জন্য যাচ্ছিলেন। দুই বন্ধু বাইক চালক ও সোহাগ হাজারীর মাথায় হেলমেট ছিলো। হেলমেট ছিল না কাজী আল মামুনের (৩৪)। আর হেলমেট না থাকাই কাল হলো তার। বাইক উল্টে হেলমেট পরিহিত দুইজন আহত হলেও ঘটনাস্থলেই প্রাণ হারায় মামুন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পুল হতে টোল রোডের মধ্যখানে নতুন পাড়া কাজির গলি এলাকাতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মামুন শান্তিনগর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। হালিশহর থানার এসআই মহসিন উদ্দিন রুবেল দৈনিক আজাদীকে বলেন, বৃহস্পতিবার সকালে একটি মোটর সাইকেলে চড়ে তিন বন্ধু হালিশহর বড় হুজুরের মাজার জেয়ারত করতে যাচ্ছিলেন। বাইকটি চালাচ্ছিলেন মিন্টু। মধ্যখানে বসেছিলেন মামুন, আর পেছনে ছিলেন সোহাগ হাজারী। তম্মধ্যে মিন্টু ও সোহাগের হেলমেট থাকলেও মামুনের হেলমেট ছিল না। বাইকটি কাজির গলি এলাকায় পৌঁছলে একটি টমটমকে সাইট দিতে গিয়ে দ্রুত ব্রেক কষলে বাইকটি উল্টে যায়। এসময় দুইজন সামান্য আহত হলেও হেলমেট থাকার কারণে গুরুতর তেমন কিছু হয়নি। তবে মামুন খুব সম্ভব মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে সিটিভিতে বিশেষ আলোচনা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধ‘২১ বছর পর’