ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চলন্ত বাস থেকে আব্দুল হামিদ নামে ৫৫ বছর বয়সী এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাসের হেলপার।
এ ঘটনায় আহত হওয়া ওই যাত্রীর বাসা নগরীর এনায়েত বাজার এলাকায়।
গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে নগরীর লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাংলানিউজ
বাসের চালক মো. আশরাফ ও হেলপার মো. হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ টাকা ভাড়া দেন। হেলপার তার কাছ থেকে ৮ টাকা দাবি করে কিন্তু হামিদ তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাস হেলপার হামিদকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
আব্দুল হামিদ বলেন, “আমি ষোলশহর দুই নম্বর গেইট মোড় থেকে লালখান বাজার যাচ্ছিলাম। ওয়াসা মোড় পার হতেই হেলপার আমার কাছ থেকে ভাড়া চাইলে আমি ৫ টাকা দেই। কিন্তু সে ৮ টাকা দাবি করে। আমি বেশি টাকা দিতে না চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।”
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, “বহদ্দারহাট থেকে পতেঙ্গাগামী ১০ নম্বর রুটের (চট্টমেট্রো জ-১১-১৮৭২) বাসে আব্দুল হামিদ নামে ওই যাত্রী ষোলশহর দুই নম্বর গেইট থেকে লালখান বাজার যাওয়ার জন্য ৫ টাকা ভাড়া দেন। এ নিয়ে হেলপারের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে হামিদকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল হামিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”