হেলথ এসিসট্যান্ট এসো’র সভা, চার দাবি

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সরকারি নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের হল রুমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মো. মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মেঘনাথ দত্ত, প্রকাশ কান্তি দত্ত, নুর বেগম, জিনুয়ারা বেগম, এসএম ইকবাল, মো. মামুনুর রশিদ, মো. আবদুল জাব্বার, শিল্পী রানী বৈদ্য, মো. নোমান হোসেন, সঞ্জয় পাল, শাহানা বেগম, শাকিলা আরা বেগম, সুমন বোস,মো. এনাম ও মোজাহেরুল ইসলাম। সভায় ৪ দফা দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে আজ ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ঋণ বিতরণ ও আদায় বিষয়ে আলোচনা