এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছিল সিলেট। তবে শেষ রাউন্ডে এসে হারতে হয়েছে তাদের। তাতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে আর পূরণ হলো না প্রথমবার জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ী দলটির। আর আসরের শেষ রাউন্ডে এসে প্রথম জয়ের স্বাদ পেল বরিশাল। ৭ ম্যাচে ৪ জয়, দুই ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছে সিলেট। ৭ ম্যাচে দুই জয়, চারটি ড্র ও একটি হারে ৮ পয়েন্ট দুইয়ে থাকা ঢাকা বিভাগের। তিন জয় ও সমান দুটি করে ড্র ও হারে ঢাকা মেট্টো তিন, ৭ ম্যাচে ২ জয় ও এক হারে রংপুর আছে চারে। ৭ ম্যাচে দুই জয়, ১ হার ও চার ড্রয়ে খুলনা এবার শেষ করেছে পাঁচে। ছয় ও সাতে থাকা চট্টগ্রাম ও রাজশাহীর জয় দুটি করে। এক জয় নিয়ে সবার শেষে আছে বরিশাল। ২৬তম আসরের শেষ দিন সিলেটকে হারিয়েছে রাজশাহী। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় রাজশাহীর প্রথম ইনিংসে ২২৬ রানের জবাবে সিলেট তাদের প্রথম ইনিংসে ২১২ রান সংগ্রহ করে। রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান তোলে। ২০১ রানের লক্ষ্যে ২য় ইনিংসে খেলতে নেমে চ্যাম্পিয়ন সিলেট ৪৩.৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়। আগের দিন তারা ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছিল। আসরের শেষ দিন মাত্র ২.৪ ওভারে সিলেটের বাকি ২ উইকেট তুলে নিয়ে ৫৪ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নিহাদউজ্জামান দ্বিতীয়বার নেন ৫টি। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ২০১ রানের লক্ষ্যে ১৪৬ রানে গুটিয়ে যায় আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা সিলেট। ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৭৮৫ রান করে সিলেটের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অমিত হাসান। তার হাতেই ওঠে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা ক্রিকেটারের পুরস্কার। সিলেটের বিপক্ষে শেষ ম্যাচটি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ফরহাদ রেজা। ২০০৫ থেকে প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৩ ফিফটিতে ৫ হাজার ৯০৪ রানের সঙ্গে ইনিংসে ৯ বার ৫ উইকেটসহ তার শিকার ৩১৫ উইকেট। ম্যাচ শেষে বিসিবি ও সতীর্থদের কাছ থেকে বিশেষ স্মারক উপহার পান ফরহাদ।