হেমন্ত

বিভাস গুহ | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

টুপটুপাটুপ ঝরে শিশির

ভোরের দুর্বাঘাসে

পুব আকাশে উঁকি মেরে

সূর্যমামা হাসে।

পাকা ধানে মাঠ ভরেছে

কৃষক মুখে হাসি

গান গেয়ে যায় খুশি মনে

স্বপ্ন রাশি রাশি।

নতুন ধানে ভরবে গোলা

দোলা লাগে প্রাণে

দুঃখ কষ্ট ভুলে গিয়ে

খুশির জোয়ার আনে।

শীতের আমেজ নিয়ে আসে

ঋতু হেমন্ত

ষড়ঋতুর বাংলাদেশে

রূপের নেই অন্ত।

পূর্ববর্তী নিবন্ধঅতিথি পাখিদের নিরাপত্তা চাই
পরবর্তী নিবন্ধএকটি সামাজিক ব্যাধি