হেমন্ত

লিটন কুমার চৌধুরী | বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

আমি যেন ছোট্ট শিশু
মাটি আমার মা,
মায়ের আঁচল ছাড়া আমি
থাকতে পারি না।

শিউলি ফুলের মধুর ঘ্রাণে
ভরে ওঠে দেশ,
সকাল বেলায় শীতল বাতাস
আনে খুশির রেশ।

ঝি ঝিঁ ঝি ঝিঁ ঝিঁ পোকার
মিষ্টি গানের সুর,
রাখাল ছেলের বাঁশের বাঁশি
কষ্ট সুমধুর।

সন্ধ্যা হাসে জোছনা আলোয়
খড়ের গাদায় বসে,
আহা গরম চিতই পিঠা
খাই যে খেজুর রসে।

পূর্ববর্তী নিবন্ধডিপজলের সিনেমায় নতুন নায়িকা কাজল
পরবর্তী নিবন্ধযুদ্ধাহত বাবা