মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে ভোরের দুয়ার খোলে
রঙিন ফুলের পাপড়ি ছুঁয়ে বাতাস হয়ে দোলে।
মিষ্টি এবং দুষ্টু থাকে এক অপরের পাশে
ঘাসের বুকে রোদ শিশিরের ঝিলিক হয়ে হাসে।
বিশাল নীলের আকাশ গাঙ্গে মেঘের ভাসে ভেলা
মিষ্টি মেয়ের দুষ্টু মেয়ের রূপের আকুল বেলা।
খুশির নদে আশার তরী চাষার উছল বুক,
মাঠের সোনা পাকা ধানের ছড়ানো দিন-সুখ।
মৌ মৌ মৌ নবান্ন ঘ্রাণ মজার পিঠা পুলি
মিষ্টি কাতিক দুষ্টু আগন আনন্দ রঙ তুলি।
মিষ্টি ভারী কাতিক এবং দুষ্টু আগন মেয়ে
জমজ দু’বোন হেমন্ত-মা’র প্রিয় প্রাণের চেয়ে।