হেমন্ত

লিপি তালুকদার | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

শরতের শেষে হেমন্তের আহ্বান

শিউলিঝরা তলায় ভেজা ছিমছাম।

সবুজপাতার দলে শিশিরের জল

হিমেল হাওয়ার প্রকৃতির কোলাহল।

শানবাঁধানো ঘাটে চলে রাজ্যের গল্প

ফেরার তাড়া আছে, সময় যে অল্প।

হেমন্তের সকালে ছুটি সোনালী ধান ক্ষেতে

নতুন ধান কাটার আগে গন্ধে উঠে মেতে।

মন বাতায়নে হাজার স্মৃতিরা করে ভীড়

হেমন্তের রূপে হেরি বৈচিত্র্যময় ও গভীর।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর উপত্যকায় বেঁচে থাকার লড়াই
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে