হেমন্ত

পীযূষ কান্তি বড়ুয়া | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

জমিভরা পাকা ধান

শিশিরের শুনি গান

সোনারঙ রোদে হেঁটে

হেমন্ত আগুয়ান।

নবান্ন এসে গেছে

খেজুরের রস সেঁচে

পায়েসের পাই ঘ্রাণ

হেসে ওঠে অঘ্রাণ।

উৎসবে পিঠেপুলি

আদরের মিঠে বুলি

খেতে হবে পেতে হবে

চেটেপুটে অঙ্গুলি।

গ্রামে গ্রামে হিমে নেয়ে

কুয়াশায় আসে ধেয়ে

শীতবুড়ি ধীরে ধীরে

হেমন্তে ডাক পেয়ে।

পূর্ববর্তী নিবন্ধছোট্ট আমার ভাই
পরবর্তী নিবন্ধআমার ছেলেবেলা