হেমন্ত বিলাস

প্রবীর পাল | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

আমন ধানের মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে দিয়ে

সংসারটা যেন হেমন্তের শষ্যক্ষেত।

মিষ্টি হাসির রেখা মুখে টেনে

বটিতে মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে

টলটলে দিঘির মতো স্বচ্ছ অথচ লাজুক

চোখের ইশারায় কাছে ডেকে বললে

মাথার কাপড়টা একটু টেনে দিতে

আবেদন পূরণ হতেই প্রতিদানে

আবারও একটু মিষ্টি হাসি উপহার ।

ঢেঁকির পাড় দেওয়া ধপাস ধপাস শব্দে

সারা বাড়ি মুখর, পিঠাপুলির আয়োজন

সুখ দুঃখের গল্পরেখায় আঁকা হয় নক্সীকাঁথা।

চওড়া পাড়ের রঙিন শাড়ির ভাঁজে ভাঁজে

ভেসে বেড়ায় ভরা জোয়ারের ঢেউ

সময়ের টানে জীবন মাঝি নাও ভিড়ায়

সুখের বন্দরে, কাচের চুড়ির ঝনঝন শব্দ

ভাঙতে থাকে ঝলমলে জোনাক রাতের নীরবতা

সোনালী আলোর পদ্যবিলাসী আয়োজনে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ ডা. মিলন : প্রতিবাদী চেতনার আরেক নাম
পরবর্তী নিবন্ধবিরহের সন্ধ্যা