হেমন্ত এলো

আবরার হোসেন (৩১,১০২) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

শরৎ গেলো, হেমন্ত এলো

বৃষ্টি এখনও কমলো না

গরমটাও কমলো না

শীতের কথা সবার মুখে

কমুক এবার যন্ত্রণা।

শীতকাল বড়ই ভালো

খায় মানুষ সবজী

সাথে যদি গোসত থাকে

খায় ডুবিয়ে কব্জি।

হরেক রকম শাক পাওয়া যায়

নানা রকম দাম

কৃষক ফলায় এসব কিছু

ঝরিয়ে গায়ের ঘাম।

পূর্ববর্তী নিবন্ধফুটুক আরো ফুটুক
পরবর্তী নিবন্ধরাতুলের বিজ্ঞান ঘর