হেমন্তের দেশে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আয়রে খোকা আয়রে খুকি

হেমন্তেরই দেশে

ঠান্ডা হাওয়া কলকলিয়ে

পরশ জাগায় হেসে।

সবুজ মাঠে ফুল ফসলে

ভরায় কৃষক মন

হাসছে আকাশ মেঘগুলোও

হাসছে সবুজ বন।

পুব আকাশে হেমন্তরই

সর্য ছড়ায় আলো

হেমন্তেরই ছড়ায় পড়ায়

মনটা হলো ভালো।

গাঁয়ের পথে মাটির বাড়ি

দেখতে লাগে বেশ

হেমন্তেরই মধুর ছোঁয়ায়

মধুর পরিবেশ।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত
পরবর্তী নিবন্ধহেমন্তে