হিম সন্ধ্যা নামে তমস বেলায়
ডাহুকের ঘর খোঁজা দেখতে দেখতে
শিশিরের ফোঁটায় ঘনায় রাত
রাত নামে চন্দ্রালোকিত ছায়ায়
দিনরাত্রির খেলা কাশফুলের দোলায়
গা পোড়া রোদ উঁকি দেয়
হেমন্তের বাতাসে নিরন্তর পথচলায়,
লাউয়ের ডগায় ভ্রমর খেলা করে
আপন মনে।
দূর আকাশে রাতের নির্জনতায়
ঝি ঝি পোকার ডাকে রাত গভীর হয়
নীলাকাশে তুলোর মতো মেঘ উড়ে যায়
রঙিন গোধুলিতে সুরভি ছড়ায়
দিনরাত্রি আলোয় হেমন্তের লাবণ্য
বদলায় নিত্য রূপ।
শীতের তীব্রতায় হেমন্তের দিনরাত্রির
নতুন প্রভায় মাতোয়ারা
ধান তোলা বাড়ির উঠোনে শালিকের খুনসুটি
কৃষাণীর হাসিতে হেমন্ত আসে নব উৎসবে
নতুন আনন্দে।











