হেমন্তের ঘ্রাণ

প্রতিমা দাশ | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

সোনালি রোদ গায়ে মেখে

এলো বুঝি হেমন্ত

পাকা ধানের গন্ধ পেতে

রয় না ঘরে এ মন তো।

শুকনো পাতা খসে পড়ে

কুয়াশারা গায় গান,

পাড়ায় পাড়ায় উড়ছে খুশির

নবান্নের সুঘ্রাণ।

থোকা থোকা হিমের ছোঁয়া

শিশির হাসে ঘাসে,

পাকনা ধানের অগ্রহায়ণ

নাচে কী উল্লাসে!

সোনার ধানে ভরে গেছে

মাঠের পরে মাঠে,

ব্যস্ত ভীষণ উদোম কৃষক

ধান মাড়ানোর হাটে।

আঁকাবাঁকা মেঠোপথে

মাথায় বোঝা ধান,

দেখে সেসব কিষাণ বধূর

মন করে আনচান।

হেমন্তের এই উৎসবে কী

লাগলো খুশির বান

রঙতুলিতে প্রকৃতি আজ

আঁকে সতেজ প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধসন্তানকে সৃজনশীলতায় গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধরাসুলুল্লাহ (সা.) যে সব বিষয় থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে দোয়া করতেন