হেমন্তের রাত মৃদু ঠাণ্ডা বাতাস
চাঁদের আলো মাঠ ছড়িয়ে।
কাশবন দোলে নদীর ধারে
লক্ষ লক্ষ আকাশে তারার ভিড়ে।
ভাসছে খণ্ড খণ্ড সাদা মেঘ
দিগন্ত হাসে নির্মল হাওয়ায় আকাশে।
এক প্রান্ত অন্য প্রান্তে
অনেক দূরে গিয়ে এরা মিশে।
হুতুম পেঁচা উড়ে সাঁই সাঁই
মেঘেরা পাহাড় ঘেঁষে নামে লোকালয়ে।
আকাশে ধ্রুব তারা জ্বলে মিট মিট
শীতের গায়ে উঞ্চতা মন রাঙিয়ে।
হঠাৎ গভীর রাতে নদীর ওপারে
নানা রঙে উড়ছে ফানুস।
অপরূপ সুন্দর নীল গগনে
শিশির ঝরে ঘাসের উপর প্লাবিত সবুজ।