এই যে নতুন ধান, নতুন চিড়ে
ঘরে ঘরে নবান্নের গান,
উৎসবে মাতে বাঙালির মন
এই তো সবি হেমন্তের অবদান।
হেমন্তে শুনি মর্মর পাতার শব্দ
ভোরে ঝরে শিশিরের জল,
পাহাড়ে ফুটে হলুদ, আদার ফুল
প্রকৃতিতে তাই আনন্দে বিহ্বল।
হেমন্তকালের জন্য কৃষকরা হাসে
নতুন ফসল তোলার জন্য,
নতুন ধানের পিঠাপুলি খায় সকলে
বাংলার মাটি ও মানুষ তাই ধন্য।