হেমন্তে

আলমগীর কবির | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ঘাসের সাথে শিশির কণার জমলো ভারি গল্প গল্প,

ভোরের সতেজ হাওয়াতে পাই শীতের আভাস অল্প অল্প।

রোদ্দুর কি ক্রিম মেখেছে হলদেটে ক্রিম গালে গালে,

রোদের কিরণ করছে খেলা পাতার ফাঁকে ডালে ডালে।

মেঘের বাড়ি আকাশপুরে মেঘখণ্ড তাই উড়ে উড়ে,

লুকোচুরি খেলতে খেলতে যায় হারিয়ে দূরে দূরে।

ধানের শিষে দস্যি ফড়িং করছে খেলা থেকে থেকে,

দস্যি হাওয়া ঢেউ তুলে যায় রঙিন ছবি এঁকে এঁকে।

মাঠ প্রান্তর মুখরিত গাঁয়ের চাষির গানে গানে,

হাসির মেলা খুশির মেলা আলোর দোলা প্রাণে প্রাণে।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের দেশে
পরবর্তী নিবন্ধআন্ধা পুষ্কুনি