রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাশেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মো. মশিউর রহমান বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মনির হোসেন কাশেমীকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
তিনি ২০১৩ সালে হেফাজতের নাশকতার মামলার আসামি। তখন থেকেই পলাতক ছিলেন তিনি। সামপ্রতিক নাশকতাতেও তার সম্পৃক্ততা ছিল। মনির হোসেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতারিম।









