হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন।
এর আগে সহিংসতার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য নাছিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। আদালতের জেলা পুলিশের প্রসিকিউশন শাখার একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানায়, গত ২১ জুন হাটহাজারী থেকে নাছির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়। সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেফাজতের শীর্ষ পর্যায়ের এ নেতা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হাটহাজারীতে ব্যাপক সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা। ওই সময় থানার পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় চারজন। এসব ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাতনামা কয়েক হাজারজনকে আসামি করে ৭টি মামলা দায়ের হয়।
পরবর্তীতে গত ২২ এপ্রিল হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা মীর হেলালকে আসামি করে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দায়ের হওয়া এসব মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।