হেফাজত নেতাকে হত্যার দাবি তুলে সড়ক অবরোধ, হাটহাজারীতে যান চলাচল বন্ধ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হেফাজত ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও রাউজান উপজেলার কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরীকে (৫০) পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যার দাবি করে প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। অবরোধের কারণে সকাল ৭ টা থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন।

আজ বুধবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ।

নিহত হেফাজত নেতা মাও. সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আব্দুল কাদের চৌধুরী বাড়ীর আবুল মহসীন চৌধুরীর পুত্র। তবে তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালের দিকে হেফাজত ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী ফেরার পথে ওই উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের উপর পেছন থেকে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস (চট্টমেট্টো ঘ ১১-১৯৮৫) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হন ওই হেফাজত নেতা।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলম (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. এমরান সিকদারকে রিং দিলেও সংযোগ স্থাপন করতে না পারায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া সাথে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটকের মৃত্যু