শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামে স্বৈরাচার, সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ও রাজপথের সাহসী নেতৃত্বদানকারী ছাত্রনেতা ছিলেন মহিম উদ্দিন মহিম। তার স্মরণে তিনি গোলপাহাড়কে মহিম চত্বর করার ব্যাপারে সকল ধরনের প্রশাসনিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। গতকাল সকাল ১১টায় নগরীর গোল পাহাড় মোড়স্থ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী একথা বলেন। শোক ও স্মরণসভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম আর আজিম। সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও নগর যুবলীগনেতা নুরুল আনোয়ার। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ইসলাম সম্পর্কে গবেষণা ও চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ধর্মীয় শিক্ষা প্রসারে মাদ্রাসা বোর্ড পুনর্গঠন সহ ইসলাম প্রচারে তাবলীগ জামায়াতকে সরকারিভাবে জমি প্রদান করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধী জামায়াত যখন খোলস পাল্টানোর চেষ্টা করছে। তাদের অনেকেই হেফাজতের ব্যানারে একত্রিত হচ্ছে। আর হেফাজত এখন বক্তব্য দিচ্ছে জামায়াতী স্টাইলে। শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এম ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কফিল উদ্দীন খান, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দীন, এম ইউনুস, জসিম উদ্দীন খন্দকার, মিথুন বড়ুয়া প্রমুখ।
এমইএস কলেজ ছাত্রলীগ : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি মহিম উদ্দিনের ১৬তম শাহাদাত বাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদ। এ উপলক্ষে দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। গতকাল রোববার সকালে খতমে কোরআন, বাদে জোহর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কলেজ ক্যাম্পাস থেকে এক শোক র্যালি বের হয়। পরে গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়। এতে কলেজ অধ্যক্ষ সরওয়ার আলম, উপাধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী, ওমরগনি এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক, নাজমুল সাকিব, শওকত আলম, রফিকুল ইসলাম রুবু, আলাউদ্দিন আলো, ওয়াহিদুল আলম, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সরফুর আনাম জুয়েল, এম হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, সাইদুর রহমান শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।